কবিতা —বর্ণজিৎ বর্মন

 


(১)
যদি বলে



দরিদ্রতা মেপে দিয়েছে ভাতের জল
যৌবন হয়েছে সংক্ষিপ্ত,
যদিও রাত বাকি অনেক।

তবু তো বেশি দূরে নয়
যদি বলে চলে যাব, পাখিদের কবি সভায়।
শিখব পাহাড়ের অনুব্রত আঁখি, মন
অহংকারের পুড়বো না আর।

কেবল তো শুরু ; নবীন।
কি আসে যায় ! দুটো কাল।

সয়ে নেবে এ তরুণ হৃৎপিণ্ড
যদি বলে ; যাব সম্মেলনে নির্দ্বিধায়।


(২)
টাঙ্গন নদীতে গোধূলির আভা



হবিবপুর থেকে ফিরছি-
গোধূলি ঢলে পড়ছে নদীর বুকে
টাঙ্গন নদীতে আভা আর জলের ঢেউ লুকোচুরি খেলা।


এই মুহূর্ত নতুন শব্দ সৃষ্টির
নরম আবেগ মাখা


টাঙ্গন নদী আইহোকে 
গ্রামকে বুকের মধ্যে আগলে রেখেছে
জল আর বিশ্বাস জুড়ে শুধু পাখির গান।







(৩)
নীলকুঠি এবং মেঘডমরু দিঘির পাড়


সে অনেক দিনের কথা ,উইলিয়াম কেরি ভারতে আসলেন। কলকাতা থেকে মালদার মদনাবতির নীলকুঠির ম্যানেজার হিসেবে যুক্ত হন। একটা সকাল শুরু হল জীবন ফিরে পেল গাছপালা আকাশে হাসির রোল। এবার কেড জীবনের সহ দিনগুলি কেটে যাবে। কিন্তু তিনি দেখলেন দারিদ্রতা অশিক্ষা কুসংস্কার তা দেখে বিহ্বল হয়ে পড়লেন।শিক্ষা প্রসারের জন্য নিজেই দায়িত্ব তুলে নেন কাঁধে নিজে জরিবুটিতে চিকিৎসা শুরু করলেন গ্রামবাসীর ।

বই ছাপার জন্য প্রথম এখানেই ছাপাখানার সরঞ্জাম নিয়ে আসলেন গঙ্গা থেকে টাঙ্গন নদী হয়ে। দুর্ভাগ্যের পরিহাস। তার ছেলে পিটার কেরি সাপের ছোবলে মৃত্যু হলে কলকাতায় ফিরে যান। দুর্ভাগ্য জুটলো মদিনাবতীর কপালে ।প্রায় ছয় সাত বছর উইলিয়াম কেরি এখানে ছিলেন । সূর্য অস্ত গেল এখন জল জঙ্গলায় ভর্তি নীলকুঠি আর মেঘডমরু দিঘীরপাড়।

Comments

আরও পড়ুন

তনুশ্রী বাগ

তন্ময় ভট্টাচার্য

তমোঘ্ন মুখোপাধ্যায়

কবিতা

সাম্য রাইয়ান— নির্বাচিত একক সংখ্যা

প্রসাদ মল্লিক

মৃন্ময় চক্রবর্তী

অর্ণব মুখোপাধ্যায়

বন্ধুসুন্দর পাল

সুমন সাধু