অর্ণব মুখোপাধ্যায়
উচ্চাশা
বিষাদে
ডুবেছে হ্রদ,
নোনাজলে
ভেসেছে জনপদ
শালপাতা,
এক থালা নুন খাবো
তুমিই বলো প্রভু — এতো
ভাত কোথায় পাবো ?
সাঁকো
মৃত শিশুর পাশেই পড়ে আছে ঘুমন্ত মা।
এই ক্ষুধার্ত দিন-রাত গুলো পাশাপাশি শুয়ে আছে,
একটা সাদা, একটা কালো,
হাত ধরাধরি করে একটা রাস্তা বানাচ্ছে —
ঠিক যেন বুকে উত্তাপ আর চোখে নিরুত্তাপ
নিয়ে ঈশ্বর জেব্রা ক্রসিং-এ হাঁটছেন।
ঘুমন্ত শিশুর পাশেই পড়ে আছে মৃত মা।
Comments