অর্ণব মুখোপাধ্যায়

 










উচ্চাশা


বিষাদে
ডুবেছে হ্রদ,

নোনাজলে
ভেসেছে জনপদ

শালপাতা,
এক থালা নুন খাবো

তুমিই বলো প্রভু — এতো
ভাত কোথায় পাবো ?



সাঁকো

মৃত শিশুর পাশেই পড়ে আছে ঘুমন্ত মা।

এই ক্ষুধার্ত দিন-রাত গুলো পাশাপাশি শুয়ে আছে,
একটা সাদা, একটা কালো,
হাত ধরাধরি করে একটা রাস্তা বানাচ্ছে —
ঠিক যেন বুকে উত্তাপ আর চোখে নিরুত্তাপ
নিয়ে ঈশ্বর জেব্রা ক্রসিং-এ হাঁটছেন।

ঘুমন্ত শিশুর পাশেই পড়ে আছে মৃত মা।

Comments

আরও পড়ুন

একটি কবিতা সিরিজ —

গুচ্ছ কবিতা —

সম্পর্কগাছ— কবিতা সিরিজ

একটি কবিতা সিরিজ

বীথিকা ধরে হেঁটেছে দীন

একটি কবিতা সিরিজ

কবিতা গুচ্ছ

জুজুতন্ত্রের সমূহ শ্বাপদ এবং হুজ্জতি

উপসংহার থেকে ফিরছি —কবিতা সিরিজ