স্বীকারোক্তি — কবিতা সিরিজ

(১) আমি মানুষ খুব গৃহস্থ নই, বয়সে সৌখিন; পিঠে ককুদ নিয়ে ঘুরি-ফিরি, দু-হাতে শখের করাত! নিয়মিত অশান্ত হবো, এমন তীর নই ----- এমন তুরীয়তা নিরাশ করবে তোমায়। তবে গান-বাঁধা বয়াতীর মতো রাত্রি ভেঙে যায় আমারও গৃহে, মৌরচাং বাজে বধিরতায়। এই তো শুয়েছিলাম ছাদে, মেঘভরা আকাশের নীচে এই তো পড়েছিলাম স্টেশনে বাজারে, বারবার উঠে-নেমে পুণ্যলবা শাকের গভীরে, কখনও দেশী কলমির খুঁটে তোলা মাথার ভেতরে আমি শব্দের গন্ধ সুখী। এই দ্যাখো দু-হাত আমার পাশবিক চুলে ভরে আছে ----- কোনো তাপ নেই, শুদ্ধতাও নেই, জলকুন্তল সারা শরীরে কোনো পাখি নেই, কোনো ঘোড়া নেই, খালি ব্যাসকূট মুখগহ্বরে (২) ভাগীরথী টিলার চূড়ায় আমার শহর আমার প্রায়োপবেশিক নির্জনতার আঁচিল সেখানে অনন্য রায়ের 'ব্রাউন বিস্ময়' খেলা করে ----- অথবা, আরেকটি জগত আছে আমার, বিভ্রমাচ্ছন্ন সুরধনী নদীর মতো যাকে দখল নিয়েছে মানুষ শুধু রাতের বেলা, লুকিয়ে চুরিয়ে আমি গণেশ পাইনের ছবি আঁকি সেখানে নাম দিই 'এপ অ্যান্ড দ্য ফ্লাওয়ার' — এছাড়া, তৃতীয় কোনো প্রবাহ নেই দুটি নৌকায় অস্থির হয়ে বসে থাকা দুটি পা দু-পায়েই ক্লান্তিহীন আড়ষ্টতার ঢল — নিজের বলতে শুধু এটুকুই তা...