তনুশ্রী বাগ
ইশারাপ্রমত্ততা
(১)
মেঘভাষ্যে লিখি। তোমাকে হারানো চিঠি।
উপদ্রুত দ্বিধার পাথার। এসো হে নবীন জল
চক্ষু আষাঢ়শ্রাবণ, এসো হে বালির
সুগভীর কাঁকড়াদল
যেন মুখে মুখে ফেরা লিপি, অসহে বেজেছে আজ
অতিদূরে তেমনই মন্দ্রগর্জন।
স্পৃহার থেকে তুমুল করেছ উপমা, জরা
মাছের করোটি। মুদ্রায় ঘোরা বরাভয়। রাত্রিশিথিলতা।
(২)
সামান্য ইশারা ছিঁড়ে এসেছি প্রথমে
মৃৎপিন্ড, আলোর কঙ্কাল; ধুলাপথে দূরে দূরে
যাব, এই ভেবে উত্তরে সরে যাই ক্রমে
দেখি ঘনঘোর, প্রাচীন আঁধার
দুয়েকটি আলোর ফুটকি, মাঝে ফুটে আছে
থমথমে ধরা
আঁধারে শীতল হব? বল্কলে ছেঁড়াফাটা লোভ?
ইশারা বাহন হলে উর্ধ্বে ওড়ে শিমুল-রেশম, আত্মপ্রতারণা।

Comments