চিরপ্রশান্ত বাগচী

 


তর্জনী


তর্জনী কি শুধুই আঙুল? না কি অনেক বেশি ধ্রুব?
অথবা, অসংখ্য হিংস্র বাঘ-সিংহ...
এইসব ভাবতে গিয়েই আমি--- প্রকৃতিপুঞ্জের ঘাম-রক্তের
গন্ধ খুঁজে পাই।
তাদেরও তর্জনী ছিল। আছে।
তবে সেই আঙুল ছিল আলোক-সম্ভব।
এখনও আছে, যাদের সমস্তই ন্যূনতম...
আর বিশ্বাস; এখন যা চিতার চোখের মতো
পুরোটাই আগুন।




ডিগবাজি

ডিগবাজি বা পাল্টি খাওয়া কিংবা দু'হাত তোলা—
এগুলির পিছনে একাধিক কারণ বিদ্যমান।
ধরে নাও তোমার ঔদ্ধত্য
তোমার কিছু হারানোর ভয়...
বরং কিছু মিলতে পারে, এই ভেবেই ডাকতে হবে হুক্কা হুয়া।
এই ভেবেই শিক্ষার মাধ্যমে প্রাপ্ত যে অস্ত্র,
তা-ও দুষ্কৃতীর মতো যথাস্থানে জমা দিতে হবে।
কখনও-বা বিবেক-বুদ্ধি।
কারণ এখানেও তোমাকে ক-অক্ষর গো মাংসের
জুতো খুলে পরিয়ে দিতে হতে পারে।
কিংবা হতে পারো ছত্রধর।
লোভ এমনই বিষম বস্তু!
কিছুদিন আগেই যে বিষয়ে বিষোদ্গার করেছিলে, আজ সব উল্টো।
আছে আছে, সমস্ত ফাইল চিত্র। আর্কাইভ।
অথচ আপাদমস্তক না কি তোমার নীতি-আদর্শ!
এমনকি মৃত্যুকেও তুচ্ছ জ্ঞান...
মনে হল আমাদের একটি ভাষা আলোকিত, অন্যটি অন্ধকার।

Comments

আরও পড়ুন

তৃতীয়— মাস-সংক্রান্ত

২৩ | ফেব্রুয়ারি সংখ্যা | ২০২৫

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৩

রঙ্গন রায়

কবিতা গুচ্ছ

জুজুতন্ত্রের সমূহ শ্বাপদ এবং হুজ্জতি

সিনেমা-বিষয়ক নিবন্ধ -- জয়দীপ চট্টোপাধ্যায়

একটি কবিতা সিরিজ —

সৌমিক মৈত্র

মনোজ চৌধুরী