সংবেদন চক্রবর্তী

 











আমারই তো কাজ

কিছু কথা বলে যাচ্ছি পরিচর্যা ইতিহাস থেকে
কোন শিশুটি পথের ধারে বন তুলসীর ঝোঁপে
এক পুরুষের এক মহিলার আনন্দের ভ্রুণ
আর খেসারত দিতে হচ্ছে ঈশ্বরকে
কাটা ছেঁড়া ভারতবর্ষের রংবেরঙের ফুল
তাকে বুকে তুলে নেওয়া আমারই তো কাজ—

কোন ছানাটি গাছের নিচে চোখ ফোটেনি এখনও
ভবিষ্যৎ চিন্তা করে শটান দাঁড়াই
দূরে জ্ঞানহীন ক্ষুধার্ত মাংসাশী
তাকে বুকে তুলে নেওয়া আমারই তো কাজ—

আমাকে ল্যাং মেরে চলে যাচ্ছে যেজন,সেজন
বুদ্ধিজীবী।আমি তাঁর গোপনতা তুলে রাখি বুকে
কারণ যেদিন পিছলে পড়ে যাবে নিচে
তাঁকে বুকে তুলে নেওয়া আমারই তো কাজ—


উদাহরণস্বরূপ

অবজ্ঞা অনেকখানি খেটে খাওয়া মানুষের মতো
যাদের শরীর থেকে ধারণারা টুপটাপ ঝরে
উইয়ের ভঙ্গিমা জানে মহীরুহ ধ্বংসের কারণ—

উদাহরণস্বরূপ বলা যেতে পারে
কিছু মানুষ এখন গৃহপালিত পশুর মতো
কিছুতেই নাকি কিছুই হয় না
তবু কিছু শব্দটাকে গৌণ করে এগিয়ে গেলেই
চাঁদ তারা পাখি ফুল এখানেই সব পাওয়া যাবে

ধরা যাক একটা ঘরের দরজা জানালা সব বন্ধ
যখন করার আর কিছুই থাকে না
তখন শুধুই বদ্ধ ঘরে নখ সম্বলএ দাঁড়ায়
না ,না আমার না। একটা বেড়াল
প্রথমেই লক্ষ্য স্থির করে নেবে চোখের উপর
তারপর ঝাঁপিয়ে পড়বে, ব্যস কেল্লাফতে
ধীরে ধীরে কন্ঠনালী ছিঁড়ে ছিঁড়ে বাইরে আনবে

উদাহরণস্বরূপ সেই সমস্ত মানুষদের
কেঁচোর জীবন বলা যেতে পারে।

Comments

আরও পড়ুন

বীথিকা ধরে হেঁটেছে দীন

উপসংহার থেকে ফিরছি —কবিতা সিরিজ

এক গুচ্ছ কবিতা

প্রচ্ছদ আখ্যান

একটি কবিতা সিরিজ

তৃতীয়—মাস-সংক্রান্ত

তিস্তা পাড়ের মেয়েটি— কবিতা সিরিজ

দেবজ্যোতি দাশগুপ্ত

ছোট গল্পগুলি