বিজয় সিংহ

 










হনন

হারপুন বাতাসে ছুঁড়ে যাঁরা জলগর্ভ
খুঁড়েছেন
অক্ষম বংশজ আমি তাঁহাদেরই লিখেছি বিষাদ
এফোঁড় ওফোঁড় জিভ করেছে যে নিষাদের মেয়ে
আমি তার ছুঁচের বিরহ তবু
মনঘুড়ি উড়তেছিল বলে এই
হাওয়ার কুটিরে ডেকে নাও
তবু এত কঠিন কবিতা কেন লিখেছেন স্যার বলে আমরুত বাগানে ফিরেছিলে
এদিকে আত্মহত্যার দিন গত হয়ে যায়
এদিকে আত্মহত্যার রাত বেসুমার
উপড়ে ফেলে চোখ আর
চাঁদের গভীরে গিয়ে মায়াব্রহ্ম ঘুমায়ে গিয়েছে



হাঁসেরা

উৎসের চূড়ান্তে এসে নিশিচক্র স্থির হয়ে আছে
বর্ণ-বিভ্রমের রাত
থকথকে মাংসপিণ্ড নিয়ে চাঁদ দেখা দিক

অনেক দড়ির ফাঁস আমরুত বাগানে দোলে তথা
দুলেছিল বলে
বিজয়কুমার ছিলে রজনীর অম্নিবাসে আজ

কোয়াক কোয়াক ডাকছে বিদেশি হাঁসেরা
তাদের চঞ্চুর রং অবাঙালি লাল
চোখে বঙ্গীয় সবুজ

Comments

Rejwan said…
দুটোই সুন্দর কবিতা।

আরও পড়ুন

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৩

২৩ | ফেব্রুয়ারি সংখ্যা | ২০২৫

তৃতীয়— মাস-সংক্রান্ত

রঙ্গন রায়

কবিতা গুচ্ছ

জুজুতন্ত্রের সমূহ শ্বাপদ এবং হুজ্জতি

সিনেমা-বিষয়ক নিবন্ধ -- জয়দীপ চট্টোপাধ্যায়

একটি কবিতা সিরিজ —

সৌমিক মৈত্র

মনোজ চৌধুরী