নবীন সরকার

 














আবর্তকাল


আরো নিঃশব্দে দাগ কাটছে সময়
চোখের সামনে চালচিত্র পুড়ে ছাই
হা-হুতাস নিয়ে আমাদের অবিভাবকেরা
জুঁথির মালা গাঁথে সন্ধ‍্যা সকালে
আমাদের ভিটের ভাঙা চালে সাঁতরায় চেরা চাঁদ
ফাটা বাঁশের ছাতি আগলে রাখে নিভৃত ইতিহাস
মাটির শরীরে পা ডুবিয়ে বসে থাকি
কানের দু'পাশে মশগুল বাতাসের গুঞ্জরণ
ছবির প্রেক্ষাপটে বটমূলের পাকানো স্পাইন
কাটা ঘুড়ির মতো অফুরন্ত আকাশের হাতছানি


মুঠো বন্দি ইচ্ছার ফাঁকে বুড়ো আঙুলের ক্লান্তি নিয়ে
অস্থায়ী মেঘের মতো দীর্ঘশ্বাস ছুঁড়ে দিই মরুদ‍্যানে
এখনও তোমার মুখ বড় অস্পষ্ট আমার কাছে
এখনও ভাসা ভাসা অবয়বে অনাবিল কারুকাজ
অস্তায়মান বিকেলে এখনও তোমার ছায়া
মিশে যেতে চায় আমার ছায়াপুরুষে
সন্ধিক্ষণ পেরোলে আমি রাতের জানলা খুলে
একটা স্রোতে ভেসে যাই নক্ষত্রের ভেজা শহরে



বদ্বীপ আঁকা হবে


পোড়া কাঠের শরীর বেয়ে ঊর্ধ্বগামী আগুন
ফুটন্ত ফসলের ঘ্রাণ খিদে নিয়ে আসে রোজই
গুহার ভিতর জিভের ছুটোছুটি
রক্তের স্রোত নদের মতো একা
এখানে সমুদ্র ছুঁয়ে বদ্বীপ আঁকা হবে
সাজানো গোছানো ম্যানগ্রোভ ঢাকা তট
এলোমেলো হবে ঢেউয়ের আনাগোনা
আমাদের এই বেদুইন সংসারে

Comments

আরও পড়ুন

ডিসেম্বর সংখ্যা — অনলাইন ছোট কাগজ

একটি কবিতা সিরিজ

বি শে ষ সা ক্ষা ত কা র : শ্রী সন্দীপ দত্ত

কবিতা সিরিজ —

লিটল ম্যাগাজিন ও ফিনিক্স মিথ

অনুবাদ —

২৩ | ফেব্রুয়ারি সংখ্যা | ২০২৫

'সারমেয় শাবকদের স্মৃতি' কবি নীলাঞ্জন চক্রবর্তী

সৌমাল্য গরাই