সায়ন্তনী হোড়


বেনামী চুপকথা



(১)

ফুলের বিবৃতির পর
মাটির কাছে পড়ে থাকে রিক্ততা
একটা মোড়ানো হাওয়ায়
ভেসে আসে আপনার কন্ঠস্বর

(২)

নামহীন এক স্রোতের মাঝে 
ভেসে ওঠা শালুক ফুলের
মতো শিরায় শিরায় সেজে ওঠে
ব্যস্ত দিনের যানযট

আরো কিছুটা শান্ত হয়ে আসে 
চেনা স্টেশনের আদল
ছুঁতে চায় মুহূর্তের নজররেখা



মুহূর্তযাপন


স্টেশনের গায়ে এখনও তার 
ছুঁয়ে থাকার গন্ধ লেগে আছে
সেখানে চুপচাপ বসে আছি

ঝোড়ো হাওয়ার মধ্যে উড়ে যাওয়া চুল, 
অগোছালো রুমাল, ক্লান্ত মেঘের মতো 
পড়ে থাকা বৃষ্টিঘুম ক্ষীণ হয়ে আসছে

ঘাসের উপর আগুনফুল রাখি
আরো একটু নিস্তব্ধতা

ক্রমশ

তার লেখা আলোর সামনে দাঁড়িয়ে আছি
ক্ষত তৈরি হচ্ছে শরীরের ভাঁজে ভাঁজে



                       

Comments

আরও পড়ুন

কবিতা সিরিজ

বি শে ষ সা ক্ষা ত কা র : শ্রী সন্দীপ দত্ত

কবিতা

কবিতা