কবিতা

 











অন্তর্বাসে যৌনতা ও সিগারেট বিষয়ক



(১)

পেন্ডুলামটি ব্রহ্ম জ্ঞানে
থামলেই কি সময় হোঁচট খাবে!
হয়তো...

তবে সম্ভাবনায় ছাঁনি। হাঁটু ব্যথা।
মাত্রা ক্ষীণ দৃশ্যে চশমা পরানো।

কম আলোর সংকল্প
নিজের ভালোথাকায় হাত বোলানো
গা গোলানো যৌনতায় লাগাম

এবং সময়ের সাথে কুকুরটিও উসখুস


(২)

আবদারে যে মুখটি আয়নায়
পৃথক হয়না
আলোহীন উতলা হওয়ার উপক্রমে
স্থিতধী হও হে জল
বরফের মর্ম চোখে পাথুরে আঘাত
ছায়াহীন চাওয়ার শিকল ভেঙে
বেরিয়ে আসছে আলোর ময়ূর

তবু্ও কি আস্তিনে অন্ধকার!
হে দয়াময়; নিপাতনে সিদ্ধ হল সব অন্তর্বাস


(৩)

যতদূর দেখা যায়
ততদূর গড়ায়
যুক্তির দোটানায় ক্লান্ত বিড়ালের লেজ
রসবাতিটির জোরালো আবেদন...
বাঁশবন সুনসান
এরম সোজা কথাদের সকাল
দম ঘুটঘুটঘুটে প্রচণ্ডতায়
চূর্ণ বালিয়াড়ি

কিছুটা পা ফসকে দামাল হয়ে উঠলে
ছিলিমে আগুন

বিশ্ববিদ্যালয় মেট্রো থেকে গুরুদ্রণাচারিয়া যেতে
কতুবমীনার। তোমাতে ডুবতে ডুবতে রোজ ঘুমিয়ে পড়তাম



শ্রম ও রক্তজালিকা

বুনতে বুনতে অজান্তেই জড়িয়ে
পড়ল অমূল্য খেয়ালের নদী

সব আকষ্মিক
ঘটমান ঝড়-ঝঞ্ঝা

দম্ভ ফোটালো
অকপট স্বীকারোক্তিগুলোর মসলিন

এবং অতীতে গা ভেজালো
ইঁদুরটির বর্তমান

যখন সূর্যের বনসাই ছড়িয়ে দিচ্ছিল

টেবিলে উপড়ে রাখা পাথর
শুষে নিচ্ছিল দৃশ্যের নিকোটিন



যৌন উপসর্গ

(১)

কিছু অজানা। না-জানার পাশাপাশি
অপেক্ষাকৃত ঝকঝকে

একটা নকল আংটির হীনমন্যতা

অথচ দর্শক বুঝলই না...


(২)

কে। কাকে। কখন। কোথায়। কিভাবে। কত। কেনই।
বা এত দিন-ক্ষণ-কাল

অল্প চা-পানের বিরতি চেয়ে
একটি চুরুট ভালোবাসবে ঠোঁট

অসংখ্য বার অভিমানে
পুড়বে কৃষ্ণচূড়া

আর জল ও মাটি বন্ধু হয়েই নিরন্তর দেখবে!

(৩)


গাছ থেকে ফলটি পড়ে

ছড়ানো ছেটানো জীবন 


মধ্যাহ্নের অনেক স্বপ্ন


উল্লেখযোগ্যভাবে রন্ধ্রে রন্ধ্রে ছড়ালে

সব কার্যকলাপ টুকে নিচ্ছিলেন তৃতীয় অ্যাম্পিয়ার 


মূ্খ্য ভূমিকায় অনুশীলন করছিলেন জনৈক উদ্ভিদ 







Comments

আরও পড়ুন

তৃতীয়— মাস-সংক্রান্ত

২৩ | ফেব্রুয়ারি সংখ্যা | ২০২৫

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৩

রঙ্গন রায়

কবিতা গুচ্ছ

জুজুতন্ত্রের সমূহ শ্বাপদ এবং হুজ্জতি

সিনেমা-বিষয়ক নিবন্ধ -- জয়দীপ চট্টোপাধ্যায়

একটি কবিতা সিরিজ —

সৌমিক মৈত্র

মনোজ চৌধুরী