ছোট গল্পগুলি

 











রবীন্দ্রনাথের হাতেই ছোটগল্পের জন্ম হয়েছিল এই ঐতিহাসিক সত্যের কথা মনে রাখলে স্পষ্ট করে বলা যায়, বাংলা ছোটগল্পের শতবর্ষপূর্তি' তখনো আরদ্ধ হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রায় গল্প লেখায় শিথিল চেষ্টা চালাছেন, সে সময়ে তিনি গল্পরচনায় আত্মসমর্পণ করেছেন। যদি 'প্রবাসী'তে (১৩৩৮) প্রকাশিত তাঁর 'বাঘ' গল্পটিকে আদি সাহিত্যপ্রতিষ্ঠ গল্প বলে ধরে নিই তবে বলা যায় গল্প লেখক মনোজ বসুর( জন্ম ২৫ জুলাই ১৯০১ খ্রীষ্ট জন্মাব্দ) সাহিত্যিক আবির্ভাব ত্রিশ বছর বয়সে আরদ্ধ হয়েছিল।" 


যাই হোক মূলত এগুলি বিষয় নয়। আজ যে চারটি ছোট গল্প সম্মুখে রেখেছি তা নিয়ে আপনাদের পাঠ অভিজ্ঞতার আশায় থাকবে পত্রিকা ও লেখক এক‌ই সঙ্গে। কয়েকটি ভিন্ন স্বাদের ছোট গল্পকে একসাথে রাখা, সম্পাদনার জায়গায় উপস্থাপনা বলতে স্বাচ্ছন্দ বোধ করবে -এবং'। গল্পগুলি পাঠ করবার জন্য লেখকের নামে ক্লিক করলেই মূল গল্পে পৌঁছে যাওয়া যাবে—



প্রথম 

মন দিয়ে 'কাজ' শিখলো শিউলি। শিখলো,চুলে তেল দেওয়া চলবে না। ধীরে ধীরে তাতে জট পড়বে। পড়ুক, না পড়লেই ক্ষতি। যত তাড়াতাড়ি পড়ে ততই সুবিধে। সেদিক থেকে নজর সরাতে হবে। আয়েশ করে পান সেজে খেতে শিখতে হবে। মুখে হাসি এবং শাসন সাজিয়ে রাখতে হবে যুগপৎ।

ক্ষণে ক্ষণে যেন চোখ ঝলসায়,শিখতে হবে। যখন ভর পড়বে গৌরী তখন অসহায় দুখী মানুষদের দিকে তাকাতে হবে পরম মমতার চোখে। বিশ্বাস জন্মানোর মতো পরিবেশ তৈরি করা চাই, এখানেই তোমার যাবতীয় সমস্যার সমাধান হবে। সব জ্বালার উপশম ঘটাবেন মা গৌরী দেবী মনসার কৃপায়... হেমন্ত সরখেল












দ্বিতীয় 

'ওসব তোমারই মাথায় আসে...' — বলে, সে দ্রুত কানে ফোন ধরে কাউকে কিছু বলতে বলতে চলে গেল। লোক আসবে, ব্যবস্থা নেবে। রেনোভেটের ধারণা, পদ্ধতি, ভবিষ্যৎ... সব বদলে গেছে হাতুড়ির এক ঘায়ে।

খাজাঞ্চি-বাটির দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে শুধু... দুপুরের রোদে ঝলমল করছে তার খসে পড়া নকাব, খুলে পড়া আব্রু।

বুড়া মন্দির, না বুড়ার মন্দির, না বুড়া পীরের... জানি না। তার নসীবে কোনো রেনোভেশন নাই। মাশাল্লাহ... পাখ-পাখালিরাও বাসা করে আছে, সরীসৃপেও... জয়দীপ চট্টোপাধ্যায়












তৃতীয়

দরজায় তালা দিয়ে রোজকার মতন চা খেতে বেরিয়ে অর্ণব খেয়াল করল, ‘ধর্মরাজ গিরি শাড়ি স্টোর্স’-এর ঝাঁপ বন্ধ। দোকানের সামনেটা অন্ধকার। উৎকণ্ঠিত হল সে। গিরির কি কিছু বাড়াবাড়ি হল? নয়ত দোকান তো বন্ধ থাকে না সন্ধ্যায়! বিক্রি হোক বা না হোক। এই এক বছর ধরে অর্ণব খেয়াল করেছে, কীভাবে ভাঙনের মাটির মতন একটু একটু করে খসতে খসতে গিরির দোকানের শাড়ির স্টক তলানিতে এসে ঠেকেছে। কাচের শো-কেস এখন খাঁখাঁ করে... মৌলীনাথ গোস্বামী













চতুর্থ

শৈশবে স্কুলশিক্ষা না জুটলেও নেহারির আত্মসম্মানবোধ ছিল তীব্র। স্বল্প ভাষী, ধবধবে ফর্সা, সুন্দর মুখশ্রী নেহারির নয় বছরের মাথায় বিবাহের কথা পাকা হয়। বাল্যবিবাহ তখন দেশে চালু ছিল।

ছেলে ভালো। লম্বা। উচ্চশিক্ষিত। স্কুল মাষ্টার। নিজেদের বেশ কিছু জমিজমাও আছে। গাঁয়ে খাতির ভালো। তবে দুশ্চিন্তা একটাই, বড় বেশি দূরের গাঁ। চাইলেই হেঁটে গিয়ে মেয়েকে একবার দেখে আসা যাবে না। তবে তা তেমন বড় সমস্যা কিছু নয়। রোজ রোজ কি আর যাওয়া আসা হবে নাকি! দশে মাসে একদিন কারোর সাইকেল চেয়ে মেয়ে দেখতে যাওয়া যাবে তখন... অতনু টিকাইৎ







Comments

আরও পড়ুন

২৩ | ফেব্রুয়ারি সংখ্যা | ২০২৫

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৩

রঙ্গন রায়

তৃতীয়— মাস-সংক্রান্ত

কবিতা গুচ্ছ

সিনেমা-বিষয়ক নিবন্ধ -- জয়দীপ চট্টোপাধ্যায়

একটি কবিতা সিরিজ —

সৌমিক মৈত্র

মনোজ চৌধুরী