কবিতা/বৈদূর্য্য সরকার

 




পালটি

রোদ বা বৃষ্টির সাথে যারা পালটে নিয়েছে দল
তাদের পকেটে ঢোকে অনেক হাসিমুখের ছবি,
আমাদের চোখ টাটালেও কেয়ার করিনি কিছু
খেলা দেখে গেছি দশ বিশ বছরের কৃষিকাজ। 
অনেককিছুর ওপর যারা মুতবে বলেছিল
শেষমেশ অভ্যস্ত হয়ে পড়েছে সরকারি ভাতে,
যারা সমাজ বদলে দেবে বলেছিল আজকাল
দেখি তারা জড়ো হয় বিলিতি মদের সস্তা ঠেকে 
যারা কবিতা দিয়ে ভাঙতে চেয়েছিল দেওয়াল
তারা আনমনে লিখে যাচ্ছে 'বিজ্ঞাপন দেবেন না'। 
কাউকে গিলে নিয়েছে প্রতিষ্ঠান কাউকে বা দল
কেউ মরেছে সংসারে আবার কারো টাকা অসুখ,
যারা বাজারে এখন করেকম্মে খাচ্ছে; বোঝা যায়
কার কোথায় কী যেন চুলকে যাচ্ছে নিয়ম মেনে । 
কেরানি মাস্টার কর্পোরেট দলগত বুদ্ধিজীবী 
সকলের গুহ্যদ্বারে শূল হয়ে প্রবেশ করব
যে জিনিস তাকে বলা যেতে পারে প্রকৃত কবিতা, 
কেউ কেউ চেষ্টা করেছিলেন যদিও সফলতা
ধরা দেয়নি বড় সহজে, কেননা আমরা জানি
কোনোদিন প্রসব বেদনা ছিল না খচ্চরদের । 


হিল টপ

পাহাড়ে সুইসাইড পয়েন্ট দেখতে এসে বরাবর
আমার মনে হয়েছে, সত্যি কি এখানে আদৌ কেউ...
যেকোনো হত্যা লোককে ডেকে এনে দেখানো যায় কি ! 

কারোকারোর মুখে শুনেছি সুন্দর দৃশ্য দেখলে
লোকে নাকি পেগলে মরার জন্যে ছটফট করে,
সেই একই হিসেবে অনেকে বলে 'প্রকৃত সুন্দর নারীর 
সামনে এলে কাম জাগে না' ! 

এসব শুনে বিশ্বাস হয় না বলে বুঝতে পারি
মায়াময় কৈশোর স্বপ্ন যৌবন বিশ্বাসগুলোকে
                             অবশেষে পেরিয়ে এসেছি । 

Comments

আরও পড়ুন

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৩

২৩ | ফেব্রুয়ারি সংখ্যা | ২০২৫

রঙ্গন রায়

তৃতীয়— মাস-সংক্রান্ত

কবিতা গুচ্ছ

সিনেমা-বিষয়ক নিবন্ধ -- জয়দীপ চট্টোপাধ্যায়

একটি কবিতা সিরিজ —

সৌমিক মৈত্র

মনোজ চৌধুরী

লিটল ম্যাগাজিন ও ফিনিক্স মিথ