কবিতা—শাশ্বত বন্দ্যোপাধ্যায়
উৎসর্গ : তথাগত
পলাশ ও ক্লিশে লেখা
(১)
বসন্তে যুগল দেখি ব্যালকনি থেকে
দূরের রাস্তার মোড়ে, হলুদ আলোয়
খোঁপায় পলাশ রাখে, কোমল স্বভাবে
সিঁথিতে ছুঁইয়ে দেয় ,আবীর গুলাল
নাকি ও সিঁদুর! দেখি রেখেছে কোমল
ঠোঁট; ঠোঁটদুটি, হাত দুটি এক হয়
মিলেমিশে যায় ছায়া, সুদীর্ঘ ছায়াটি
এসে পড়ে, মিশে যায় অন্ধকার গেটে
আমার হস্টেল গেট মাঝরাতে একা
কেবল মনের কোণে ধুকপুক করে
এমন সুন্দর ছবি, সুদীর্ঘ ছায়ার
আমার বসন্তকাল বড়োই প্রখর
আমার বসন্তকাল বিয়োগ সম্ভব
কখনো পলাশ ফুল ছুঁয়েও দেখিনি
(২)
সামান্য পলাশ ফুল, গেরুয়া রঙের
ফুটে আছে শীর্ণকায় রোদমাখা গাছে
যে প্রেমিক তুলে আনে তাকে, আনমনে
মালা গাঁথে, চিন্তা করে প্রেমিকার গলা
নরম রোমশ গ্রীবা, আবীরে রাঙানো
ঘামবিন্দু তায়, চেয়ে থাকে কামনায়
আঙুল ছুঁইয়ে তাকে মুছে নিতে কতটুকু
আর পরিশ্রম লাগে বলো, হে প্রেমিক
তোমাকে কখনো কেউ বলেনি তুমিও
নতুন বসন্ত-ফুল ছিনিয়ে নিয়েছো
আগুনে আগুন ঝরা শীর্ণ গাছ থেকে
খোঁপায় সাজাবে বলে কেড়েছো ফুলের
ঘ্রাণ, স্বপ্ন, গেহ,গর্ভ আর সবটুকু
একদিন অভিসার হবে বলে, পাপী!
Comments