রঙ্গন রায়
আমি তো চাইনি প্রেমিকার সংখ্যা বেড়ে চলুক
হাতের রেখার মতো –
তবু প্রতিবার কান্নায় ভেঙে পড়া রমণীদের পাশে
আমায় বসতে হয়,
প্রতিজনের পাশে
পৃথিবীকে অন্যভাবে দেখি
করলা নদীকে কিছুতেই পুরোনো মনে হয় না,
লক্ষণীয় ভাবে কোকিলের কণ্ঠ উড়ে যায় বৃক্ষ থেকে
সংলগ্ন জল শহর পাখিদের দখলে চলে আসে
অবলীলায় ...
আমাদের শহর
করলার ধার দিয়ে এই রাস্তাটি গিয়েছে তিস্তার দিকে
আমাদের হেঁটে যাওয়ায় পূণ্যবতী হয়ে উঠছে
তুমি সারাটি পথ বলেছ বিচ্ছেদের গল্প
আমি সারাটি পথ বলেছি বিচ্ছেদের গল্প
রাস্তা যেখানে শেষ হবে, সেখানে তিস্তা ও
করলার মিলন হয়েছে
Comments