সব্যসাচী মজুমদার
সমান্তরালে
সমান্তরালে ছুটে যাচ্ছিলে
তুমি…
আলো পড়ছিল,পাতা কাঁপছিল,
ধুলোর ওপারে দেখা যাচ্ছিল,
যার ছবি নেই সেও ছুটছিল তোমার সঙ্গে…
ছায়া নেই তার
জল নেই তার
সমান্তরালে খুলে ফেলছিল দেহ প্রার্থনা
ছুটে যাচ্ছিল
আমি তার কিছু কান্নাকে জানি
পুষ্করপম
আমি তার কিছু পাখিকুল চিনি
যাদের ওরফে জমি জল ঘটে
রজঃশ্বলাতে…
যাদের ওরফে জমি জল ঘটে
রজঃশ্বলাতে…
ও ভেজা
ও ভেজা,ও মাটি,
ও বিষ,ও কেদার,
ও মাঠ,ও দল,
ও রোয়া,ও বাঁশি,
ও মৃদু,ও কাক,
শ্রাবণ তোমার কাছে নথিবদ্ধ থাক
ও মৌ,ও বাড়ি,
ও ফল,ও মাছি,
ও ছায়া,ও সুর,
ও রাগ,ও ঝিল,
বৃষ্টিপাত গড়ে দিল আমার জমিন…
ও পা,ও আয়ু,
ও রেণু,ও ঘেউ,
ও ক্ষোভ,ও ঘুম,
ও গাছ,ও বই,
ও ফল,ও লোক,
সে জলে এখনও বুঝি নামেনি বালক!
Comments