বেবী সাউ
সীতা
যে রাস্তা তোমার, তার মাটিতে পায়ের ছাপ এখনো জাগ্রত
কাদের পায়ের ছাপ জুড়ে জুড়ে কোনো একটি পথ গড়ে ওঠে?
দু'পাশে চাষের মাঠ, শস্য খেত জুড়ে কার আত্মীয়তা আজও
আলপথে পড়ে আছে, শুনেছি লুকিয়ে থাকে এখানেই আদিম মাদল
চাষীবউ ধান বোনে, লাঙল তাকেও খায়
বৃষ্টি পড়ে অন্ধকার থেকে
দেখি কোনও জলটুঙ্গি ভেসে আছে, কেউ কেউ মুখ লুকিয়ে তার
স্বাভাবিক নৌকো থেকে জাল ফেলছে মাছেদের গ্রামের ভেতর।
এসময় নিজেকেও মাছরাঙা পাখিটির সরু চেনা ঠোঁট মনে হয়।
তোমাকে এসব বলি আমি চুপিচুপি কে এসেছে দেখ---ঝোঁপের ভেতর থেকে বাঘের শরীর দেখি অনন্তে শয়ান।
লিলিথ
রঙিন চুলের মেয়ে বসে আছে পৃথিবীর ধারে
একটি দুটি পাখি তাকে কেবলই তপ্ত করে আজও
আকাশ কি ভুলে গেছে তারও ছিল মুখ দেখবার নদী
শান্ত সবুজের পথ ছিল তারও
এখন তুমুল কোনো জনপ্রিয় রোদ এসে তাকে
বলেছে, অনেক হলো ; এবার আলোর দিকে হাঁটো
রঙিন চুলের মেয়ে, রঙে ও বসন্তে মিশে গিয়ে
একটি গাছের মতো নিজের শেকড়ে ডুব দেয়...
দু'পাশে চাষের মাঠ, শস্য খেত জুড়ে কার আত্মীয়তা আজও
আলপথে পড়ে আছে, শুনেছি লুকিয়ে থাকে এখানেই আদিম মাদল
চাষীবউ ধান বোনে, লাঙল তাকেও খায়
বৃষ্টি পড়ে অন্ধকার থেকে
দেখি কোনও জলটুঙ্গি ভেসে আছে, কেউ কেউ মুখ লুকিয়ে তার
স্বাভাবিক নৌকো থেকে জাল ফেলছে মাছেদের গ্রামের ভেতর।
এসময় নিজেকেও মাছরাঙা পাখিটির সরু চেনা ঠোঁট মনে হয়।
তোমাকে এসব বলি আমি চুপিচুপি কে এসেছে দেখ---ঝোঁপের ভেতর থেকে বাঘের শরীর দেখি অনন্তে শয়ান।
লিলিথ
রঙিন চুলের মেয়ে বসে আছে পৃথিবীর ধারে
একটি দুটি পাখি তাকে কেবলই তপ্ত করে আজও
আকাশ কি ভুলে গেছে তারও ছিল মুখ দেখবার নদী
শান্ত সবুজের পথ ছিল তারও
এখন তুমুল কোনো জনপ্রিয় রোদ এসে তাকে
বলেছে, অনেক হলো ; এবার আলোর দিকে হাঁটো
রঙিন চুলের মেয়ে, রঙে ও বসন্তে মিশে গিয়ে
একটি গাছের মতো নিজের শেকড়ে ডুব দেয়...
Comments