তৈমুর খান'র দুটি কবিতা।

০১|| আমাদের ধূসর

আমাদের ধূসরের কোনো বাঁশি নেই

 ভাসতে পারে না, হাসতে পারে না

 বিষাদ পাড়ায় শুধু যায় একা একা

 অদৃশ্যার হাত ধরতে চায়

 অদৃশ্যার দিকে নীরবতা ছুঁড়ে দ্যায়


কাঙ্ক্ষিত গ্লাসের জলে

 আজকে মিশেছে বিষ?

 বিষ তো মিসেস কারও

 থই থই করে দেহ উচ্ছল তরলে

শিস দেয় অনুভূতি নিঃস্ব বিকেলে


এতবার মাছরাঙা ওড়ে

 কোথায় মাছ, রাঙা রাঙা ধারণার চোখে

 বংশীবিহারী যায় কোনো আলোপুরে

 আমরা শুধু মিথ ব্যবহারী

 পদাবলি থেকে বিরহ তুলে ধরি


০২|| অকাল্পিক

 টুকরো টুকরো গল্পগুলি পড়ে আছে

 কখনো বই হবে না, পাঠের যোগ্য হবে না

 অথচ মালা পরে বিবাহ সভায় গৌরব হতে চাইছে


 এক একটাকে চুলের মুঠি ধরে বের করে দিই

 ঘাতক রাজনীতিকে ডেকে এনে দেখিয়ে দিই

 গল্পগুলি ধর্ষিতা হোক, অন্তত যৌন ব্যবসায়ী


 পরান্ন ভক্ষণ করে করে উপলব্ধি দরজা খুলে রাখছে

 কখনো কাপড়ও খুলে রাখছে

 প্রশ্রয় পাওয়া গল্পগুলি মুখ দেখে নিচ্ছে এদেরই আরশিতে


 নবনী চলে গেলে আমি একা

 হাত সেঁকতে সেঁকতে পুড়িয়ে ফেলেছি হাত

 এখন আর ছুঁতে পারছি না গল্পের শরীর


Comments

আরও পড়ুন

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৩

২৩ | ফেব্রুয়ারি সংখ্যা | ২০২৫

তৃতীয়— মাস-সংক্রান্ত

রঙ্গন রায়

কবিতা গুচ্ছ

জুজুতন্ত্রের সমূহ শ্বাপদ এবং হুজ্জতি

সিনেমা-বিষয়ক নিবন্ধ -- জয়দীপ চট্টোপাধ্যায়

একটি কবিতা সিরিজ —

সৌমিক মৈত্র

মনোজ চৌধুরী