ক বি তা দুই সব্যসাচী মজুমদার

 



|| একটা দিন

একটা দিন,একটা করে জল

এগিয়ে যায় গ্রাম্য...নিষ্ফল

একটা করে দেবীর মতো গাছ

খাদের গায়ে সে যেন মন্তাজ

ঘোড়ার মতো মেঘের পিছু নিয়ে

পৌঁছে যায় যেখানে উস্কিয়ে

রয়েছে কিছু শিশুর দুই হাত

আঙুলগুলো কামড়ে আছে দাঁত

আবার ফাটে আকাশ তলে হাড়

ফুল ফোটার মতন বিস্তার...

একটা দিন একটা মনোলগ

আলোর মতো হলদে হলো বক


|| তার মুখোমুখি

তার মুখোমুখি দাঁড়িয়ে ভেবেছ

তোমার যৌন হিড়িকের তৃণভূমি আছে।

একটা মধ্যমবর্গের বাতাস কেবল আসে আর যায়


ওদিকে চর্বি ভাজার গন্ধ উঠে আসলে

আমি ক্ষিদের যথেষ্ট দূরে অপেক্ষা করছি

কখন মুরগি পালকের মেয়ে এসে

গিলে মেটে দিয়ে যাবে


তুমি ভাবছ তৃণভূমি

ট্রেন চলে যায়...








Comments

আরও পড়ুন

২৩ | ফেব্রুয়ারি সংখ্যা | ২০২৫

একটি কবিতা সিরিজ

কবিতা সিরিজ —

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৭

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৪

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৫

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৮

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৯

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৩

গুচ্ছ কবিতা —