অরিত্র দ্বিবেদী






কলেজ পদাবলী :

অরিত্র দ্বিবেদী

       




(ক)  আ রেইনি ডে 

আজ মেঘলা তাই ঝিমঝিম 

ওই রক্তিম ভরা ক্যান্টিন

ভিজে একশা ফাঁকা ক্লাসরুম

দুটো বেঞ্চে উড়ো চকঘুম 


আর নোটস নেই শুধু ডাস্টার

ভিজে ব্যাগটা এই বর্ষার

ঐ রক্তিম গান গাইছে

"লুকিয়ে শার্সি দুটো নাইছে"।


পাশে স্টাফরুম পাশে জানলা

ভাসা ক্যাম্পাস মাঝি মাল্লা

আমি নেমে গেছি ডিঙি দুলছে

চোখ স্মৃতির পোশাক খুলছে।     





(খ) তানসেনের ছাতা

কলেজ ছুটি খুচরো অটো

বিকেল বারিষ দমদমে

ছাতার কথা ভুলেই গেছে

একটা ছাতায় ঝমঝমে 


পায়ের নীচে নোংরা জলে

অকাল বোধন সবনমে

বৃষ্টি সে তো ছটফটে

তোর মতনই শান্তমেয়ে 


ফিরছি বাড়ি রাতের ধারে

ঝুলছে ছাতা আনমনে

কাল কলেজ একলা অটো

বৃষ্টি নামে সাবধানে।






Comments

আরও পড়ুন

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৩

২৩ | ফেব্রুয়ারি সংখ্যা | ২০২৫

রঙ্গন রায়

তৃতীয়— মাস-সংক্রান্ত

কবিতা গুচ্ছ

সিনেমা-বিষয়ক নিবন্ধ -- জয়দীপ চট্টোপাধ্যায়

একটি কবিতা সিরিজ —

সৌমিক মৈত্র

মনোজ চৌধুরী

লিটল ম্যাগাজিন ও ফিনিক্স মিথ