হারাধন চৌধুরী
এক গুচ্ছ হারাধন চৌধুরী
(১)
আধো আলোর শক্তিমান
হ্যারিকেনের আলোয় বইপড়ার
দিনগুলো ফিরে আসবে না।
এই কথাটায় যখন জোর দিচ্ছি..
তখন আকাশে একাদশীর চাঁদ।
উল্টে পাল্টেই দেখার জিনিস সূর্য এবং জীবন।
চড়া মেকাপের ছবি পাঠিয়েছ বার বার
তোমাকে বীভৎসই দেখাতে
দুঃখ পাও পাছে তাই বলিনি।
ইদানীং তোমার ছবি মানে
পাথুরে অন্ধকার কুঁদে বেরনো চিন্ময়
আলো নয়
আঁধার নয়
আধো আলোর শক্তিমান দাঁড়িয়ে আছো সামনে।
(২)
শীতের আলসে রোদ
কবিতা পড়া চলছিল …
তোমার লেখায় চোখ যেতেই মনে পড়ে গেল—
আভেনে চা পাতা ঢেকে রেখেছি অনেক ক্ষণ!
তুমি আমাকে কোন দিন বাগিচা দেখিয়েছ?
চক্রেও নেমনতন্ন করেছ কখনো?
তোমার সাথে দেখা হয়নি আগে।
বেশ পুরনো একটা কাগজে
অনেকের ভিড়ে আলাদা হয়ে আছো।
স্বপ্নের ভিতরে
কত স্বপ্নই তো অধরা রেখে চলে যাই রোজ …
কেউ কেউ ফিরে এসে দেখা দ্যায়
শীতের আলসে রোদ গা ঘেঁষে দাঁড়ালে।
Comments