এক গুচ্ছ শিশির আজম



(১)
বসরার গোলাপ
---------------------------------

এই যে গোলাপ আঁকলাম
একে প্রথম খুঁজে পেয়েছিল ওমর খৈয়াম
বসরায়
এক দরিদ্র প্রৌঢ়া বেশ্যার তাবুর পেছনে
রাত্রি দিপ্রহরে
আধখানা চাঁদ তাবুর ওপর টলমল করছিল
অদূরে বেদুইনদের যাত্রাপথ
আর কোলাহল
তারপর অনেক রাত
অনেক নদী
কীভাবে এই গোলাপ আমি পেলাম
সে আরেক কাহিনী


(২)
প্রকৃতির দোলনা
------------------------------------------

ছানাগুলোকে নিয়ে বেড়ায়
খাওয়ায়
ডানার নিচে নেয়
কাক চিল যেন ছুঁতে না পারে

কে
মা মুরগি

কি বিশ্রী মুরগির হাগা আর চেঁচামেচি
দূর করো ওগুলোকে
বাড়ি থেকে
ওগুলোকে তিনবেলা খাওয়ানো
সন্ধ্যায় ঠিকঠাক ঘরে তোলা
বিরক্তি ছাড়াই এসব নিয়মিত করেন
আমার মা

কে
আমার মা



(৩)
জবাগাছ
----------------------------------------------------

বিকেলের দেয়ালের পাশে
ব্লু ইউনিফর্ম আর জবাগাছ

জবাগাছের বিষয়ে
আমরা তেমন কিছু জানি না আসলে

সে
কিছু হারায়ে ফেলছে হয় তো
অথবা হারাইনাই
কিন্তু চাইতেছে কিছু হারাইতে
বড়দির রক্তের পাশে


(৪)
ইউটোপিয়া
---------------------------------------------------

এমন একটা রাষ্ট্র আমাকে দিন
যেখানে সবার ক্ষেত আছে
নদী আছে
আগামীকাল আছে
প্রত্যেকেরই সূর্য আছে আলাদা আলাদা
আলাদা বাগান
আলাদা কাঁটাঝোঁপ
কিন্তু কবিতা একটাই
হ্যা
দামী দামী বিখ্যাত লোকদের সঙ্গে
অভিজাত রেস্তোরায় গিয়ে বসলেই
আমার কিন্তু হাগু পায়


(৫)
কে সত্যিকার জানোয়ার
---------------------------------------------

কোন কোন বই
জানোয়ারের মতো আচরণ করে

গোদারের বিষম ইমেজ
জয়নুলের ক্রেজি ব্ল্যাক ব্রাশস্ট্রোক

এক্ষেত্রে রাষ্ট্রকে সাবধান হতে হয়
সে
তৈরি করে সেন্সর বোর্ড
সে
নির্দেশনা দেয় পুলিশকে
সে শংকিত
তার সভ্য নাগরিকগণের আচরণে
জানোয়ারসুলভ লক্ষণ দেখা যাচ্ছে কি না

এখন আপনাকে বলতে হবে
কে
কে সত্যিকার জানোয়ার
art না state

Comments

আরও পড়ুন

ছোট গল্পগুলি

উপসংহার থেকে ফিরছি —কবিতা সিরিজ

জুজুতন্ত্রের সমূহ শ্বাপদ এবং হুজ্জতি

বাসন্তী প্রেম/পিনাকী বসু

নগ্ন দিনলিপি— কবিতা সিরিজ

অবগুণ্ঠন সাহিত্য পত্র ও কিছু কথা— অমিতাভ দাস

সাহিত্য বাজারের হাতে বাংলা ভাষাটার অবস্থা বড়ই করুণ----দীপ শেখর চক্রবর্তী

একটি কবিতা সিরিজ

শুভ্র সরকার

সম্পর্কগাছ— কবিতা সিরিজ