গুচ্ছকবিতা—অরূপ সরকার
(১)
আমাকে স্বীকার করেনি কেউ ;
মুখ ফিরিয়েছে আয়না
বাস্তবতা শিখিয়েছিল পরিচিত কেউ,
নিজের থেকে ভালো বন্ধু আর কেউ হয় না
ভ্রু ছুঁয়ে গেছে গেছে উর্নিশ মেঘ
বৃষ্টি কেবলই দাখিল অতীত
(২)
অবকাশ খুবলে খেয়েছে মেধাবী নখ,
কচি নরম ঘাস বেড়ে উঠছে বুকের উপর।
তারা শুষে নিয়েছে মস্তিষ্কের শ্লাঘা;
শুষ্ক মস্তিষ্ক কাঠামো ফেটে চৌচির হচ্ছে।
(৩)
চমক দেখে চমকে গেছি,
থমকে গেছে রাস্তাটা।
অস্ত্রধরা কবজি আছে,
খাটবে না কল কব্জাটা।
যে দিক থেকে যেদিকে যাও,
ঘোরাবে তোমায় পথ একই।
চলতি পথে ভাবতে হবে
কার বা কি পরিচিতি,
(৪)
ক্লিশে হয়ে আসে রোদ
জানান দিচ্ছে শেষ হয়ে আসছে আয়ু কাল
পাঁজর থেকে হাড় খুলে নেন দধীচি
তাকে কামার শালায় বসতে হবে
আমাকে স্বীকার করেনি কেউ ;
মুখ ফিরিয়েছে আয়না
বাস্তবতা শিখিয়েছিল পরিচিত কেউ,
নিজের থেকে ভালো বন্ধু আর কেউ হয় না
ভ্রু ছুঁয়ে গেছে গেছে উর্নিশ মেঘ
বৃষ্টি কেবলই দাখিল অতীত
(২)
অবকাশ খুবলে খেয়েছে মেধাবী নখ,
কচি নরম ঘাস বেড়ে উঠছে বুকের উপর।
তারা শুষে নিয়েছে মস্তিষ্কের শ্লাঘা;
শুষ্ক মস্তিষ্ক কাঠামো ফেটে চৌচির হচ্ছে।
(৩)
চমক দেখে চমকে গেছি,
থমকে গেছে রাস্তাটা।
অস্ত্রধরা কবজি আছে,
খাটবে না কল কব্জাটা।
যে দিক থেকে যেদিকে যাও,
ঘোরাবে তোমায় পথ একই।
চলতি পথে ভাবতে হবে
কার বা কি পরিচিতি,
(৪)
ক্লিশে হয়ে আসে রোদ
জানান দিচ্ছে শেষ হয়ে আসছে আয়ু কাল
পাঁজর থেকে হাড় খুলে নেন দধীচি
তাকে কামার শালায় বসতে হবে
Comments