অঞ্জন দাস
ডাক
কোনো এক প্রলোভন ডেকে ছিলে গাছের আড়ালে
দেহ ফেলে কতবার আড়াল হয়েছি ডাল
ডাক সেতো সমদূর
পাতা পাতা চিঠি অথবা পালক
ইহকাল পরকাল পড়ে ও দেখিনা হায়
উপায় বিহীন প্রলোভন ময়ূরে কখনো যেওনা
সমস্ত মদের নেশা মাতালের নষ্ট বেচে খায়
সে
বীরত্ব খসে পড়ে আঙুল ছোঁয়ালে। ফর্দে জমে ঝমঝম
টুকরো - কিছু স্নান । এক সিটি,
সেদ্ধ হয় যুদ্ধের পেশী। তরবারি ভেঙে দিও-
আপেল বাগান
ফ্রিজে ফেরে যতসব ন্যাস্টিক চলন। টাটকা মোড়ক
খোলো কবিতার ভার। শুনশান
গাড়োয়ান উড়ানে উঠেছে। মাথা হ্যাঙ্গ সিগন্যালে
ট্রাফিক কুমার
আশ্রমে আলো লেখে হরিনীর চোখ। সাতক্ষীরে জ্বর কমে ডানা ফিরে গেলে। রং মুখে
বাঁধা হয় আদালতী রাত। বীরত্ব খসে পড়ে
আঙুল ছোঁয়ালে
Comments