দেবার্ঘ সেন
শর্বর
শরীরে একটা আশ্চর্য অস্বস্তি হচ্ছে।
যেন মনে হচ্ছে—
আমার চারপাশে উড়ে বেড়াচ্ছে আরশোলা
তারা মনে করাচ্ছে তোমার কথা।
আমি, ঘরের মেঝেতে
ফাঁকা বাটি উপুড় করে রাখছি।
আর মেঝেতে পা ফেললে
মেঝেকে মনে হচ্ছে যেন, সুকোমল পনির।
তবে কি, আরশোলা মেজাজে বাটির মুকুটে
এভাবেই পনির হবে স্বীকৃত শর্বর!!
দূরের হরিণ
মনের ভেতর আরেকটি মন,
পাপড়ি খুলে দিয়ে
লেপে দিল সকাল এমন, কোমল প্যাস্টেলে—
দূরের হরিণ কাছে এসে,
মেলে ধরল খয়েরি বিষাদ যেন।
মনের বিম্বে আরেকটি মন,
গুললো বরফ, নুন চিনির জল—
ঘামের কথা, ঠাণ্ডা হাওয়ায় সংশ্লেষিত হয়ে
আবর্তনের বৃষ্টি দিল, তোমার উপেক্ষা...
Comments