পূর্বা মুখোপাধ্যায়
প্রিয় পদাবলী
নিবেদন
প্রস্তরজ্ঞানে আলিঙ্গন করি এসো
সখাজ্ঞানে অভিমান করি
ব্রহ্মজ্ঞানে নিবেদন করি রাগ, শ্বাসের মুকুল...
বিরহ আমার আর চঞ্চলতা জানবে না কখনও, ওগো রণছোড় লালা!
আমার দুয়ার দেওয়া ঘরের আঁধারে
প্রবেশ করবে না কোনও শিখাময়ী জ্বালা...
জগৎ নির্বাপিত হলো শুধু একটিমাত্র ওড়নার স্খলনে।
ভাবোল্লাস
ঝরোখা-সর্বস্ব হয়ে বসে আছি তবু মন পোড়ে
পুড়ে ছাইরং হলে খিলখিল হাসি ফোটে নিকষ পাথরে...
পাথরে পরাই হার, সে হারে ফুটিল বঁধু কুসুমআকার
শান্ত কিছু অদাহ্যতা, উন্মাদ করেছ তাকে প্রলাপে আবার...
তুমি শ্বেতকলিকায় ফোঁটা হয়ে পুনঃপুন নাম নাও, রস
আমি তা হৃদয়মধ্যভাগে রাখি ... চিরন্তন, মাধুর্যপরশ
কুসুমের বৃন্তগুলি রক্তরাগে জাগে, ওরা মগ্ন পারিজাত
ঈষৎ আনত, নম্র... পুলকে উল্লাসে কাঁপে দেহকাণ্ডে ঘুমের প্রপাত
নীল ঘূর্ণিজল দূরে সাড়া দিয়ে ওঠে 'ওরে, রঙিনের মন জানবি আয়'
অথচ আমার মন কুলুঙ্গিতে পোড়ে আজও অর্থহীন, শান্ত ঝরোখায়।
Comments