কস্তুরী সেন

 











বাকি


প্রথমে অল্পই আঁচ, ধিকিধিকি হাওয়া
প্রথমে ‘আবার কতদিন পরে দেখা হল!’
প্রথম ‘মাধবী’বিতানে হল দেরি
পুলকে ততও হয়নি,
নাট্যকলা, ধুলো ধুলো নন্দন চত্বর…
সকলই তো কতদিন,
কতদিন পর –
কেউ কিছু টের পায়নি।
প্রথমের কতদিন গেলে, বাজ পড়ে,
দুমড়ে যায় শরীরের রেখা

‘প্রথম লেখাটি পড়ছি’…অবিশ্বাস,
অল্পদূরে জ্বলেপুড়ে আছে সন্দেহ।
হে পাঠক, সে আমার আরেকটিমাত্র বাকি লেখা…



ভীত

অথচ আমিই সে জিহ্বার রক্তদাগ
মধ্যরাতে সর্বস্ব ছিনতাই
নক্ষত্রের, ফসলের কথা বলে আমিই সে
আচম্বিতে পিঠে মারা ছুরি
আমিই সে কর আদায়, শ্যেনদৃষ্টি
আমিই সে মুক্তির যাচনামাত্র বাতাসে
শীৎকারশব্দে ছুটে যাওয়া দুরন্ত চাবুক
আমিই করুণাভিক্ষা আমিই স্নানের প্রার্থী
একবার চোখ রেখে চোখে
ছেড়ে যাচ্ছি, চিনে যাচ্ছি
ও বলুক
ফেলে যাচ্ছি তোকে...

Comments

আরও পড়ুন

তৃতীয়— মাস-সংক্রান্ত

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৩

২৩ | ফেব্রুয়ারি সংখ্যা | ২০২৫

কবিতা গুচ্ছ

জুজুতন্ত্রের সমূহ শ্বাপদ এবং হুজ্জতি

সাম্য রাইয়ান— নির্বাচিত একক সংখ্যা

রঙ্গন রায়

সিনেমা-বিষয়ক নিবন্ধ -- জয়দীপ চট্টোপাধ্যায়

একটি কবিতা সিরিজ —

সৌমিক মৈত্র