বিপ্লব ভূঞ্যা
বহমান
আপাতত তেমন কিছুই খুঁজছি
আমার সঙ্গে রাজা ও ব্যাধ এক ঘরে শোয়
একদিন রাজার অভিষেক হবে
সাথে সাথে ব্যাধেরও
আমার সঙ্গে এক ঘরে রাজা ও ব্যাধ
আমি তেমন একটা গুরুগৃহ খুঁজছি
যেখানে বুড়ো আঙুলের দান নেই
নেই অস্ত্রশিক্ষা
শুধু ভিক্ষাবৃত্তি আর
নদী বয়ে যাওয়া...
ব্যাসার্ধ জানালা
হেমন্ত পাতাই হলুদ চ্যাপ্টার
পাতার রমণে ছুঁয়ে পড়ে তিল
তিলে তো বসন্ত পোড়ো, বনও
বনের পাখি, তারপর তোমার
দাবানল
অবশিষ্ট জলাধার জানালাকে
ব্যাসার্ধ মনে হয় খুলে দেখি
নগর
পোড়ানো তিলের অসম্ভব
বামদিক নিয়ে চোখ ও ব্যাসার্ধ
ব্যাসার্ধ মানে জল, মাটি
জানালা বন্ধ হলে আর একটি
নতুন গ্রহে আসি এসো দীন
আজ কৃষ্ণচূড়া বানাই...
Comments