একটি কবিতা সিরিজ
১|
আনুনাসিক প্যানপ্যানানি থেকে অনেক
দূরে সরে গেছে জাদু-যান
কোনও বাম্পারে আর থামানো যাবে না গ্রামীণ
মূকাভিনয় চ্যাপলিন বসে আছে স্টিয়ারিং ধরে
বেখেয়াল ভাইরাস হয়ে খেয়ে যায় মগজের দানা
অশ্রুগ্রন্থি জাগলিং করে ট্রাফিকের বাড়ি
পিচকারি নিয়ে আসে শরতের মেঘ , নার্সিসাস
এই প্যাস্টেল-দেশে কবিতা কাফেলা ।
২|
পাদানিতে পা দিয়ে আছে ভিখারিনীর খিলখিল
দু- পয়সা বেশি ঝনঝন করে মনের থালায়
ঢালাই রাস্তা চিরে ঢুকে যায় খিড়কি বা সদরে
ছুটে যায় পাতিহাঁস চিনা মুরগির দল
পুণ্যিপুকুরে সাঁতার কাটে দুপুরের সূর্যটা
সেও চাইছে না আজ বিকেল হোক
কানা নদীটি আগলে রাখে অন্ধ ঈশাণ মাঝি ।
৩|
কাঁচা বাঁশের মাচায় পাবে তাসের দেশ
বিবি খেলা ঘোরালে সাহেবের রাগ
কাগজের নক্সায় একদিকে সুখ ,তার ওপারে অসুখ
কবরেজমশাই সাইকেল নিয়ে আসে
তার স্টেথো আজো জানে না
হৃদয়ের আশেপাশে কতগুলো ভাঙা হাড় আছে ।
৪|
পার্থেনিয়ামকে দেখতে মন্দ লাগে না
শিয়াল কাঁটার পাশে ফুটে আছে হলুদ শৈশব
রূপ দু-ফোঁটা রক্ত ঝরাবে, অরূপ দেবে সুধা
এইপথে কাজললতা বিক্রি করে মোহ
ভালবাসা কাঁদে যত , কাঁদায় না তার কণাও
৫|
যাত্রী জাদুকর হলে গাড়িটিও জাদুঘর
ধানের মড়াই থেকে নেমে আসে ধাতব প্যাঁচা
ঝনঝন করে ওঠে ড্রাইভারের থলি
সম্পাদকীয় পাতা উল্টে চলে যাই আটের পাতায়
ব্রেক কষে প্রথম পাতায়
খুন চুরি ঘুষের খবর বদলে যায়
ক কনে , খ বর নিয়ে ফিরে আসে
একদিন সবকিছু ঠোঙা হয়ে যায়
কনে-বর ঝালমুড়ি খায় ।
Comments