একটি কবিতা সিরিজ

 


















১.
নূহের নৌকাটি ভেসে যায়
বুক চিরে প্লাবিত বন্যায়
কে তুমি মৎস অবতার, ভেসে যাও
দুর্বিনীত স্রোত জল ,আমাকে চেনাও
সংসার, অর্থ চিন্তা মরণের খেলা
এসবের মধ্যে থেকে পড়ে আসে বেলা
ভূমিকায় ছিল কিছু পুরাণ বর্ণনা 
সেসব ভুলেছি আমি, আমাকে চিনিনা 
অথবা চিনেছি স্রোত-জল, জলের পরশ
ভেঙে ফেলি নিরন্তর
ভরে আনা পুরানো কলস


২.
গোপনে ফেরাবো তাকে, প্রতিবার 
ভাবের প্রতিটি কথা যেভাবে বলার 
বলা হয়ে ওঠেনি কখনো
লীন রাত্রি, রাত্রিমথ উড়ে যায়
গান ভেসে আসে অপূর্ব সন্ধ্যায়
গান শুনে ফিরে আসা হলো না এখনো
সমস্ত বিগ্রহ জুড়ে অসীম জোছনা
বিগ্রহে দেবতা ছিল অথবা ছিল না 
ভাবের প্রতিটি কথা 
তোমাকে বলার ছিল নাকি?
আমি সেই দোলাচলে ঝুলে থাকি


৩.
এই জল, জলস্রোত, এখানে অতল
থৈ নেই, নেই থৈ , শুধু ডুব দেওয়া বাকি আছে
এখনও রপ্ত নেই, জানা বাকি
কতগুলি সাঁতার কৌশল 
তাই বুঝি ভারী জলে ডুবে যাওয়া ছাড়া 
এখন আমার কিছু বাকি পড়ে নেই


৪.
ফিরে আসি অন্ধকারে, পথে
চাঁদ আসে, ধীরে পায়ে আমাদের সাথে
যেই রাত চন্দ্রাহত
সেই রাতে জ্বালাই আগুনে
জলের মতন নীল শিখা, রোশনাই
প্রলাপ বকার কথা ভাবি ঘুমের ভিতরে
চরাচরে কতগুলি রয়েছে পাগল 
তাদের আগল খুলে
ঢুকে পড়ে চাঁদের জোছনা
ফিরে আসি অন্ধকার পথে
চাঁদ আসে, ধীরে পায়ে আমাদের সাথে


৫.
পৃথিবীর সবগুলি অন্ধকার আমি 
সরিয়ে রেখেছি দূরে ,তবু 
নৌকোর মতন ভেসে যাওয়া
বিচলিত করে বারবার
এই যে এতোটা পথ, সহজ জলের মতো পথে
স্রোত আসে, স্রোত যায়
বিপরীতে আমাকে ভাবায় 
পথ ভুলে যাওয়া পাখি 
মাস্তুলের খোঁজে নেমে আসে
অন্ধকার কালো রাত, ছৈয়ের উপরে


Comments

অনিন্দিতা said…
ভাল লাগল ✨
Anonymous said…
♥️
Anonymous said…
শীতল লেখা! ❤️
Anonymous said…
ধন্যবাদ
Anonymous said…
ধন্যবাদ

আরও পড়ুন

বীথিকা ধরে হেঁটেছে দীন

সংবেদন চক্রবর্তী

উপসংহার থেকে ফিরছি —কবিতা সিরিজ

এক গুচ্ছ কবিতা

প্রচ্ছদ আখ্যান

তৃতীয়—মাস-সংক্রান্ত

তিস্তা পাড়ের মেয়েটি— কবিতা সিরিজ

দেবজ্যোতি দাশগুপ্ত

ছোট গল্পগুলি