কবিতা সিরিজ —



(১)

আমাদের সিঁড়িভাঙা অঙ্কে
সে-অন্ধকার কাঙ্খিত ছিল

কয়েকটি স্পর্শ...
যেক'টি আলোর মতো কথা
চুইয়ে চুইয়ে ছড়াল শরীরে
                            গল্প হবে না তা

তবুও শালুকবুকে দৃপ্ত মধুকর,
সমাধান চেয়ে কত জমা হল রোদ


(২)

কোলাহল স্তব্ধ হয়েছিল
                            সিঁড়িটির কোণে
মিশে গিয়েছিল দুটি ছায়া
কৌশলী সাঁতারে
                    খুলেছিল তরঙ্গের পথ
নাছোড় বালকটি কি চিনেছিল
                                 ইমনকল্যাণ


(৩)


উষ্ণতার বিজ্ঞাপন ছিল না শহরে

শরীরী হোর্ডিংয়ে
বিরোধের নীলচে নোটিশ
                ছিঁড়ে এসেছিল কেউ

আততায়ী! আততায়ী!
তিরতিরে বাসন্তী হাওয়া

তবুও তো দুই ঠোঁটে প্রণয়ী সময়
এঁকেছিল ব্যথাহীন অসুখের দাগ


(৪)

আলুথালু আলাপে কোনো স্বপ্নই ছিল না

সিঁড়ির প্রতিটা ধাপ জানত
যেটুকু আঁচল সরে গিয়েছিল মুহূর্তের ঝোঁকে
ঠিক করে নেবে দুজনেই

তারপর নেমে যাবে
                    ডুবে যাবে
                              মার্জিত আড়ালে

                                        
(৫)   
                                     যতকিছু
শেষ বলে লেখা হল ফাল্গুনের ঘ্রাণে
মুঠি খুলে,
বের হয়ে যাবে
                            
শালুক তো জানে,
সব জমাই সঞ্চয় নয়

Comments

Anonymous said…
মুগ্ধতা রেখে গেলাম কবি।
Anonymous said…
পাঠে মুগ্ধতা রেখে গেলাম
Anonymous said…
দুর্দান্ত লেখা
Anonymous said…
খুব ভালো লাগলো।
Anonymous said…
ভালো লাগলো
Anonymous said…
তোমার যোনিপথে কুহকের চুম্বন

আরও পড়ুন

২৩ | ফেব্রুয়ারি সংখ্যা | ২০২৫

একটি কবিতা সিরিজ

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৭

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৪

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৫

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৮

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৯

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৩

গুচ্ছ কবিতা —