কবিতা সিরিজ —








প্রেমিকের মন

জেগে ওঠো আজ। ঘুম থাক
চোখের কোণে কাজল দেখো না আর,
হারিয়ে যাক ভাষা। হয়ে নির্বাক
অন্ধকারেও ছেলেটা দেখে, মুখটা প্রেমিকার..

সেই ছেলেটাই ভোর। দেখেনি বহুদিন
কোনো এক তুমি'র অত্যাচারে,
রাত বাড়লে দেহ। হয়ে যায়, সংজ্ঞাহীন
সাজবে বলে বাজিগর, ইচ্ছে করেই হারে...

হঠাৎ ভাঙলে ঘুম। কাঁপুনি আর ঘাম
আনাগোনা বাড়ে শব্দের। অকাল দর্শন,
কান পাতলে নীরবতায়। শোনা যাবে এক নাম
মৃতের যাকে আত্মা বলি, প্রেমিকের তাই মন..


অনামিকা

বহুবার হয় প্রেম, বহুবারই মোছে,
প্রথমটা বেঁধে রাখে, তবু আলগোছে..

হাসি দেখলে জয়ী, আর না হলে হার,
ছাদ বাগানে লুকিয়ে থাকা চন্দ্রমল্লিকার..

কয়েক পশলা বৃষ্টি, ভিজতে জানে শীতও,
দখল হয় কেনা জমি, থাকলে অরক্ষিত..

কফি কাপ আর ঠোঁট, হয়ত কাছাকাছি,
মাটির ভাঁড়ে চায়ে চুমুক, তবেই সঙ্গে আছি...

মুখ বুজে সব সহ্য করে, হাসি মুখে নেয় দায়,
জীবন কাটায় যে মানুষ, একটা অনামিকায়..


চলে যেতে হয়

ভূমির কাছে জবাব চাওয়ার আছে
কেমন করে দিয়েছে মন ভাড়া,
ধরে যাকে রাখতে চেয়েছে কাছে
দেখল তারই, বাঁধন ছেঁড়ার তাড়া..

শুনেছে যেটা, আসলে কিন্তু ঠিক
আসা যাওয়া বাড়লে থাকেনা খেদ,
মনগুলো সব বানিয়ে প্লাস্টিক
শখ মিটে গেলে, শুরু হয় ভেদাভেদ..

বুঝবে যেদিন, খাটছে না আর জোর
তখন শ্রেয়, পাশ ফিরে যাওয়াটাই,
এক বিকেলে, চোখ নামিয়ে, কাটিয়ে উঠে ঘোর
আসছি না বলে, বলবে এখন যাই..


নদী নর নারী

উঁচুতে নদীর চলন বাঁকা, খিলখিলিয়ে হাসি,
আসলে সে পাহাড় কোলে বড্ড আগ্রাসী..

উদ্দামতা তার জীবনে, নিজেই নিজের সেনা,
কারোর কোনো বাধাই তখন, সে আর মানে না..

চলার পথে কত মানুষ, ডুব দিতে চায় তাতে,
তাই হয়ত জীবন গতি, পারেনা সামলাতে..

মাঝ বয়সে সমতলে, পথ হয়ে আসে শ্লথ,
গড়ার ইচ্ছা হারিয়ে যায় গোপন ইমারতও..

সব শেষে সেই শূন্য জীবন, যতদূরই চোখ যায়,
সবার কিন্তু হয়না মিলন, একই মোহনায়..


গভীরতা কম

পুরুষ কিংবা নারী কখনও হয়নি মালিক
শখের বশে যারা, পাল্টে ফেলেছে বাড়ি..

কে যে কোনটা চায় অর্থ নাকি প্রেম
প্রেম যদিও হারছে প্রায়, অর্থের ক্ষমতায়..

অদ্ভুত এক ঘোরে রেষারেষিতেই থাকে
অনেক জাহাজ ফেললে নোঙর একটাই বন্দরে..

লোক দেখান ছলে মজেছে ভেবে সত্যি
দিন শেষে তারা আকাশ গায়ে, অন্ধকারে জ্বলে..



Comments

Anonymous said…
সব কবিতা গুলোই ভালো। প্রতিটি লেখায় দার্শনিক চিন্তা

আরও পড়ুন

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ৩

তৃতীয়— মাস-সংক্রান্ত

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ২

জুজুতন্ত্রের সমূহ শ্বাপদ এবং হুজ্জতি

সাম্য রাইয়ান— নির্বাচিত একক সংখ্যা

রঙ্গন রায়

সিনেমা-বিষয়ক নিবন্ধ -- জয়দীপ চট্টোপাধ্যায়

একটি কবিতা সিরিজ —

গুচ্ছ কবিতা —

“মহানগর” - ধীমান ব্রহ্মচারী | পর্ব ১