আফ্রিকার দু-টি লোককথা
দু-টি আফ্রিকান জনজাতির একটি করে লোককথা এখানে অনুবাদ করা হয়েছে। দুটোই অনুবাদের জন্য বেছে নেওয়া হয়েছে কবি ও ঔপন্যাসিক ব্লেইস সন্দার্স সংকলিত ও প্রণীত ‘দ্য আফ্রিকান সাগা’ বই থেকে। এই গল্পগুলো আবার সন্দার্স পেয়েছেন ‘L'anthologie Négre’ বই থেকে। উভয় লোককথাই দু-টি জনজাতির— একটি ফ্যান আর অপরটি এপিক। সৃষ্টিতত্ত্বের এই লোককথাদু-টি একান্তই তাদের লোকবিশ্বাস থেকে উঠে এসেছে। উভয় জনজাতির লোকদেবতা ভিন্ন। জল-হাওয়া মাটি আলাদা হওয়ার জন্য প্রত্যেক জনজাতির সৃষ্টিতত্ত্বের লোককথা ভিন্ন। অনেক্ষেত্রে গল্পের মোটিফ মিললেও গল্পের চরিত্র এবং গল্পের কাহিনি খানিকটা ভিন্ন হয়।
প্রথম লোককথাটি আফ্রিকার ফ্যান (Fãn) নামক একটি জনজাতির। ফ্যান (Fãn) বা পাহুইন (Pahouin) জনজাতি মূলত বান্টো গোষ্ঠীভুক্ত। তাঁদের বাসস্থান ইকুয়েটোরিয়াল গিনি, উত্তর গ্যাবন ও দক্ষিণ ক্যামেরুনে। এরা পাহুইন ভাষায় কথা বলে।
সৃষ্টিতত্ত্বের দ্বিতীয় লোককথাটি আফ্রিকার এফিক (Efik) নামক একটি জনজাতির। এফিক জনজাতির বাসস্থান মূলত দক্ষিণ নাইজেরিয়া ও দক্ষিণ ক্যামেরুনে। এফিক মানুষেরা এফিক ভাষায় কথা বলে।
একটি ফ্যান (Fãn) লোককথা
সৃষ্টির গল্প
যখন কিছুই তৈরি হয়নি, সৃষ্টিকর্তা মেবের (Mbere) মাটি থেকে মানুষের নির্মাণ করলেন। তিনি মাটিকে মানুষের আদল দিলেন। এভাবে মানুষ এল, আর সে জীবন শুরু করল গিরগিটি হিসেবে। এই গিরগিটিকে মেবের একটি সামুদ্রিক জলের পাত্রে রাখলেন। পাঁচ দিন কেটে যাওয়ার পর যা ঘটল; পাঁচ দিন তার পাত্রটিতে কাটল, যেখানে তাকে রেখেছিলেন মেবের, সেটার ভিতরে। সাত দিন কেটে গেল; সে ওখানে সাত দিন কাটাল। অষ্টম দিনে মেবের তার দিকে তাকাল, আর গিরগিটিটা এখন বাইরে এল; এখন সে বাইরে। সে তখন মানুষ। সে তখন সৃষ্টিকর্তাকে বলল, “ধন্যবাদ!”
একটি এফিক (Efik) লোককথা
পৃথিবীতে মানুষ কেন এল
আবাসি উঠে এসে ওখানে বসলেন; উপর নীচে সবকিছু সৃষ্টি করলেন, জল, নদী, ঝরনা, জঙ্গলের পশু; তিনি সবরকম সৃষ্টি করলেন এই আস্ত পৃথিবীতে। তিনি মানুষ সৃষ্টি করলেন না।
সব মানুষ আবাসির সঙ্গে ওপরে বাস করে। সেই সময় কোনো মানুষই নীচে পৃথিবীতে বাস করছিল না, শুধু জঙ্গলের পশুরা, জলের মাছেরা, পাখিরা ছিল— আকাশে যাদের আমরা দেখি, এবং আরও অন্যান্য জীবেরা যাদের কথা উল্লেখ করার প্রয়োজন নেই। নীচে পৃথিবীতে তবে মানুষের বাস ছিল না। সব মানুষেরাই ছিল নির্বাসিত, আবাসির সঙ্গে তাঁর গ্রামে তারা ঘুরে বেড়াত। আবাসি খেতে বসলে সবাই তাঁর ও আলতাইয়ের সহযোগী হত।
শেষমেষ আলতাই আবাসিকে ডাকলেন; আবাসি উত্তর দিলেন, আলতাই বললেন— “কিছু জিনিস ঠিক নেই যেমনটা এখন আছে। আপনার ওই নীচে পৃথিবী আছে, তোমার স্বর্গ আছে যেখানে এরা বসবাস করে, ঘুরে ফিরে বেড়ানোর জন্য আপনি সবকিছু সৃষ্টি করেছ আর যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের থাকার জায়গা করছেন না এটা ঠিক হচ্ছে না। কোনোভাবে আপনি পৃথিবীতে তাদের থাকার ব্যবস্থা করুন যাতে তারা ওখানে থাকতে পারে, শরীর গরম রাখার জন্য যাতে আগুন জ্বালাতে পারে, সেখানে যদি খুব ঠান্ডা পড়ে আর আগুন যেহেতু নেই।”

Comments