এক গুচ্ছ কবিতা






 


বৃষ্টিভেজা অষ্টমী

: ফোয়ারা


১.

আমার কোনও রবীন্দ্রনাথ নেই,

নজরুলও ছিলেন না কখনও

দেশ নেই, সন্দেশ নেই, আনন্দ-ও নেই

আমার একঝাঁক দুঃখ আছে,

আগে আবেগ ছিলো, ভালোবাসা ছিলো

আর ছিলো একমুঠো বেঁচে থাকার ইচ্ছে

দাদা : আপনাদের জীবনবাবুকে বলুন না

দু-দশ নিলে নেক, তবু যেনো রাস্তায় না যায়



২.

গাছ শুধু একফালি বৃষ্টি চেয়েছিল।

বৃষ্টি তার সঙ্গে ঝড় নিয়ে আসে

ধীরে ধীরে ছিঁড়ে ফেলে দেয় গাছের শরীর

টুকরো করে দেয় প্রতিটি কাপড়...

রৌদ্র এসে গাছ দেখছে।

গাছ শুধু বৃষ্টি চায়—

এই একতরফা চাওয়াকে আর যাই হোক

ভালোবাসা বলা যায়না বলেই বোধ করি


৩.

আমি যে পথে তোমাকে নিয়ে গেছিলাম

আজ দেখলাম

সে পথে তোমাকে অন্য কেউ নিয়ে যাচ্ছে

আমার পথ অনুকরণ করে তোমায় নিচ্ছে

বৃষ্টি—আমাকে তোমার মুছতে হবেনা

ওটুকু নাহয় আমিই করে নেবো

তুমি, আমার পায়ের ছাপটুকু মুছে দিও।


৪.

আশেপাশে আমি যেদিকেই দেখি

চারিধারে শুধু শহর আর ফ্ল্যাট

কে যেনো সব ভিটে খেয়ে নিচ্ছে

পিষে ফেলছে আমার মত ধান'দের

আমি প্রার্থনা করি, আমার মৃত্যুর পর

তৃতীয় পৃথিবী আজন্ম ধানের গন্ধে ভরে যাক।




কবি পরিচয় :

ফোয়ারা(সূর্য মজুমদার)

বাড়ি উত্তর দিনাজপুরের সোনাপুর-এ। বয়স ২১। পেশায় স্কুল শিক্ষক এবং বর্তমানে ফিজিক্স নিয়ে রিসার্চ করার পাশাপাশি নানা সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত। প্রথম কাব্যগ্রন্থ "সঙ্গে অ্যাপোক্যালিপ্টো" এর পর দ্বিতীয় কাব্যগ্রন্থ "Tachyonic অ্যান্টিটেলিফোন" এই ডিসেম্বরে আসছে।

Comments

আরও পড়ুন

বীথিকা ধরে হেঁটেছে দীন

সংবেদন চক্রবর্তী

উপসংহার থেকে ফিরছি —কবিতা সিরিজ

প্রচ্ছদ আখ্যান

একটি কবিতা সিরিজ

তৃতীয়—মাস-সংক্রান্ত

তিস্তা পাড়ের মেয়েটি— কবিতা সিরিজ

দেবজ্যোতি দাশগুপ্ত

ছোট গল্পগুলি