দেবজ্যোতি দাশগুপ্ত
তালা
বিচ্ছেদের পর যেন না থাকে ভরসার হাতছানি।
না থাকে জোনাকিসম সঙ্কেত,
যার দিকে তাকিয়ে লুট হয়ে যায় সর্বস্ব।
সম্মতি জানাতে যে ঘাড় কাত হয়েছিল,
যাওয়ার আগে আঘাত দিয়ে সোজা করে দাও
যেমন ভাবে চাবি বন্ধ করে দেয় তালা।
অ্যাডভেঞ্চার
পাহাড় থাকে, থাকে সমুদ্র, জঙ্গল,
দুর্গমের ডাক আর হারানোর ভয়।
আর থাকে ছুটির অনুমতি।
যেন সব থেকেও কিছুই কারও নয়।
যা কিছু তোমার, তাতে ভয় নেই ;
পুরোটাই চেনা।
অনুমতি তুলে দিলে ছুটি'ও স্বাধীন !
পাহাড়, সমুদ্র, জঙ্গল - এসব কিছুই লাগেনা।
Comments