নগ্ন দিনলিপি— কবিতা সিরিজ

 



২৪ শ্রাবণ ১৪৩১ 


আমিও একটা মেয়ের বাবা --- 

এই সামান্য বাক্য উঠে দাঁড়াতে পারছে না 

অথচ কী হালকা শব্দগুলো !

ওদের তো ফড়ফড় করে উড়ে বেরানোর কথা 

সেই যবে গর্ভের অন্ধকার থেকে বেড়িয়ে 

উড়তে উড়তে আমার সামনে এসে ওরা 

পাশাপাশি বসল---  

তারপর থেকে আমরা একসঙ্গে কতই না উড়েছি 

অথচ আজ এই সামান্য শব্দগুলো  

একসঙ্গে 

উঠে পর্যন্ত দাঁড়াতে পারছে না। 



২৯ শ্রাবণ ১৪৩১  


ওরা তোমাকে ভয় পায় না 

আমাকেও না 

ওরা শুধু মাথা গোনে 

যদি কোথাও ভিড় হয়ে থাকে 

যদি লেখা থাকে পদত্যাগ চাই 

একটু দাঁড়িয়ে যাও 

ওরা তোমাকে ঠিক গুনে নেবে 

সংখ্যার অতিরিক্ত

তুমি কি কোনওদিন কিছু ছিলে!  



৫ ভাদ্র ১৪৩১ 


যে কথা লেখার ছিল 

লিখতে পারিনি কখনও 

ছোটবেলায় এক বন্ধু মা তুলে কথা বলেছিল 

বলেছিলাম টেনে জিভ ছিঁড়ে নেব

তারপর আরও বহুবার বহু প্রসঙ্গে... 

এমনকি সন্তানের ঔদ্ধত্যেও বলেছি 

জিভ ছিঁড়ে নেব 

অথচ এখন 

এই এত এত এবং এত কথার পরেও 

আমি ভাবছি কীভাবে লেখা যায় 

জিভ ছিঁড়ে নেব


অলংকরণ - নম্রতা বালা

১৭ ভাদ্র ১৪৩১ 

 

প্রথমে লুকিয়ে ফেললে কিছু কালো টাকা 

তারপর যাদের দিকে আমরা আঙুল তুলছিলাম 

তাদেরকে 

এরপর ক্রমে ক্রমে কয়েকটা খুন ধর্ষণ 

আর আগুন লাগাবার মতো ঘটনা 

সবশেষে 

এখন তুমি ভয়টাকে লুকিয়ে ফেলতে চাইছ 

অথচ 

যুগে যুগে আমরা জানি 

ভয় পেলে শাসককে কেমন দেখায়।  



২৭ ভাদ্র ১৪৩১  


ব্যথা কমে যাবে - এই শব্দবন্ধের চেয়ে বেশি

আর কোনও দিন কারও উপর বিশ্বাস রাখিনি, 

সেই কোন ছোটবেলায় কেটে ছড়ে ফিরতাম- 

আর ওষুধ হাতে নিয়ে মা বলত কথাটা।  


তারপর কত বর্ষ কত জন্ম কেটে গেছে 

হাজার ধরণের ব্যথা পেতে পেতে বড় হয়েছি 

আর নিজেই নিজেকে বলেছি কতবার - 

ব্যথা কমে যাবে। 


এখন অধীর অপেক্ষায় বসে থাকি 

কখন সে মুহূর্ত আসবে  

আর সত্যি সত্যি কমে যাবে ব্যথা।

Comments

Anonymous said…
Beautiful as previous

আরও পড়ুন

একটি কবিতা সিরিজ —

গুচ্ছ কবিতা —

একটি কবিতা সিরিজ

বীথিকা ধরে হেঁটেছে দীন

এক গুচ্ছ শিশির আজম

একটি কবিতা সিরিজ

কবিতা গুচ্ছ

উপসংহার থেকে ফিরছি —কবিতা সিরিজ

তিস্তা পাড়ের মেয়েটি— কবিতা সিরিজ

সম্পর্কগাছ— কবিতা সিরিজ