তিস্তা পাড়ের মেয়েটি— কবিতা সিরিজ
( ১) তিস্তা পাড়ের মেয়েটি নিশিদিন পদ্ম ফোটে গো, পাঁকে জল মেয়েটির চোখে জল, বুকে জল, কণ্ঠ চিরে অগাধ জল কলকলিয়ে জল, খলখলিয়ে জল র ক্ত ভে জা জ ল মেয়েটির বাড়ি ঘরে জল মেয়েটির অথৈ নৌকায় জল মেয়েটির মাংস পিণ্ডে জল মেয়েটির শীতল ব্রহ্মাণ্ডে জল জল মেয়েটির সারস বক্ষে জল, মেয়েটির দেহ - হাঁসে জল মেয়েটির সর্বশান্তে জল, মেয়েটির জঙ্ঘা চিরেও জল কা লি জ ল বীজ ফোটা আজীবন নিষিদ্ধ জল এই জল এই জল এই জলের ভিতর আগুন পাশা চিরটাকাল শান্ত নির্বাক নির্মানুষ সমীচীন পাখিদের হ্রাসে মেয়েটি হাওয়ায় হাওয়ায় ভেসে গেল তিস্তা পাড়ে— (২) প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্তের ধরন আতব চালের ধান দূরবর্তী বালকের প্রেমে গজিয়ে ওঠা ঘাসের ডগায় জমা বরফ জল আলুথালু অপূর্ব বয়ান সংসারের আর্য বনের ক্লেশে কে কাকে মিথ্যে বলে ? কে কাদের চোখে চোখ রাখে ...? রাখবে না কেন -- বলবে না কেন ? রাষ্ট্রের মুখে গন্ধ রাষ্ট্রের কাটা ঘা কাটা ঘায়ের ওপর ভিত্তিমাখা প্রলেপ নিস্তার বড় বড় ঘায়ের চারুপথ ছাড়িয়ে রাষ্ট্র দুলে দুলে ওঠে সংগ্রামের আজান আয়োজন মাফিক এবং নিশুতি মেয়েটির নাভি পদ্মে পদ্ম ডাঁটার ঝোল